Ads Top

shajer kobi (James) - সাঁঝের কবি

তোমাকে পেয়ে পুন্য হলো সকল কামনা
তোমাকে নিয়েই পার হবো জীবন যমুনা
তোমাকে পেয়ে পুন্য হলো সকল কামনা
তোমাকে নিয়েই পার হবো জীবন যমুনা
এক দিকে তামাম দুনিয়া আর একদিকে তুমি
তোমাকে নিয়ে ধরেছি জীবনের শেষ বাজি
তুমি যেন মেঘ মালা আমি সন্ধ্যা কবি, সাঁঝের কবি সাঁঝেরো কবি
তুমি হাসলেই ওঠে চাঁদ আর তুমি কাঁদলেই বরষা
তুমি আমার ভালোবাসা মনের মতো মন
তুমি আছো সারাক্ষন সারা দিনমান
এক দিকে তামাম দুনিয়া আর একদিকে তুমি
তোমাকে নিয়ে ধরেছি জীবনের শেষ বাজি
তুমি যেন মেঘ মালা আমি সন্ধ্যা কবি, সাঁঝের কবি সাঁঝেরো কবি
তুমি আমার ভালোবাসা মনের মতো মন
তুমি আমার ভালোবাসা মনের মতো মন

shajer kobi (James) - সাঁঝের কবি

shajer kobi
শিল্পীঃ জ়েমস
অ্যালবাম: জনতা এক্সপ্রেস

No comments:

Powered by Blogger.