pakhir rup (James) - পাখির রূপ ধরে বাংলা লিরিক্স
তুই কোথায় যাসরে
আমায় একা করে
মন আমার তোর সঙ্গে যাবে
বাতাসে উড়ে
ওরে যারে ওরে যারে
তুই কোথায় যাবিরে
মন আমার তোর সঙ্গে যাবে
পাখির রূপ ধরে…।
পাহাড় একা হইতে গেল
একা হইতে পারলো না
মেঘ তাড়া করলো পিছু
পিছু যে তার ছাড়ল না
ওরে যারে ওরে যারে
তুই কোথায় যাবিরে
মন আমার তোর সঙ্গে যাবে
পাখির রূপ ধরে…।
বৃষ্টি একা হইতে গেল
একা হইতে পারলো না
মাটির টানে নামলো নিচে
মাটি তারে ছাড়ল না
ওরে যারে ওরে যারে
তুই কোথায় যাবিরে
মন আমার তোর সঙ্গে যাবে
পাখির রূপ ধরে…।
pakhir rup
শিল্পীঃ জেমস
মিক্সড অ্যালবাম: কুসুম কুসুম প্রেম
No comments: