Ads Top

ami gaan gaile (James) - আমি গান গাইলে বাংলা লিরিক্স

আমি গান গাইলে, গান গাইলে
যদি চোখে আসে শ্রাবণের ধারা
তবে মার্জনা করো আমায়
ক্ষমা করো এই গান শুনছো যারা
মন তো কাঁচেরি আয়না
ভাঙ্গলে জোড়া লাগে না
মন তো কাঁচেরি আয়না
ভাঙ্গলে জোড়া লাগে না
ভালোবাসা অন্য নামে বেদনা
অন্য নামে সে বিরহেরই আরাধনা
যার তরে সারাটা জীবন
বুকের ভেতরটা জ্বলে
বন্ধ সে হৃদয় দিগন্ত
ডুবলাম নিরাশার জলে
মন তো কাঁচেরি আয়না
ভাঙ্গলে জোড়া লাগে না
ভালোবাসা অন্য নামে বেদনা
অন্য নামে সে বিরহেরই আরাধনা
কতভাবে সে উদাহরণ
হয়ে আসে আমার গানে
তবুও সব শূন্য লাগে
লাগে আঁধারের টানে
মন তো কাঁচেরি আয়না
ভাঙ্গলে জোড়া লাগে না
ভালোবাসা অন্য নামে বেদনা
অন্য নামে সে বিরহেরই আরাধনা

ami gaan gaile (James) - আমি গান গাইলে বাংলা লিরিক্স

ami gaan gaile
শিল্পীঃ জেমস
মিক্সড অ্যালবাম: মেহেদি রাঙা হাত

No comments:

Powered by Blogger.