puber batash (James) - আরে পুবের বাতাস বাংলা লিরিক্স
আরে পুবের বাতাস রাস্তা তুলে
সঠিক পথে আবার চলে
আরে পুবের বাতাস রাস্তা তুলে
সঠিক পথে আবার চলে
চন্দ্র সূর্য সবি আগের ঠিকানায়
জানি তুমার মনে নাই
তুমার দেখা নাই রে তুমাএ দেখা নাই
কোন শহরের কোন গলিতে
তুমায় খুজে পাই
তুমার দেখা নাই রে তুমার দেখা নাই
কোন শহরের কোন গলিতে
তুমায় খুজে পাই
হাত বাড়িয়ে পাইনি আজও তুমারি দর্শন
মন বাড়িয়ে আছি পাবো বলে তুমার মন
হাত বাড়িয়ে পাইনি আজও তুমারি দর্শন
মন বাড়িয়ে আছি পাবো বলে তুমার মন
চন্দ্র সূর্য সবি আগের ঠিকানায়
জানি তুমার মনে নাই
তুমার দেখা নাই রে তুমাএ দেখা নাই
কোন শহরের কোন গলিতে
তুমায় খুজে পাই
তুমার দেখা নাই রে তুমার দেখা নাই
কোন শহরের কোন গলিতে
তুমায় খুজে পাই
আরে দিনও মানও বয়ে গেল
তুমারি তপস্যায়
আঁধারও পাহার দিয়ে নিশিগো কাটায়
চন্দ্র সূর্য সবি আগের ঠিকানায়
জানি তুমার মনে নাই
তুমার দেখা নাই রে তুমাএ দেখা নাই
কোন শহরের কোন গলিতে
তুমায় খুজে পাই
তুমার দেখা নাই রে তুমার দেখা নাই
কোন শহরের কোন গলিতে
তুমায় খুজে পাই
আরে পুবের বাতাস রাস্তা তুলে
সঠিক পথে আবার চলে
আরে পুবের বাতাস রাস্তা তুলে
সঠিক পথে আবার চলে
চন্দ্র সূর্য সবি আগের ঠিকানায়
জানি তুমার মনে নাই
তুমার দেখা নাই রে তুমাএ দেখা নাই
কোন শহরের কোন গলিতে
তুমায় খুজে পাই
তুমার দেখা নাই রে তুমার দেখা নাই
কোন শহরের কোন গলিতে
তুমায় খুজে পাই।
puber batash
শিল্পীঃ জেমস
মিক্সড অ্যালবাম: সারেগামা
No comments: