utchi (James) - আমি উঠছি
আমি উঠছি-
আমি উঠছি তোমার আঙ্গুল বেয়ে উঠছি।
নখের উপর দিয়ে আমি উঠছি,
নখের উপর দিয়ে-
আকাঁবাকাঁ শিরাগুলো
আমি পাশ কাটিয়ে
ধূসর সোনালি লোমকূপগুলো মাড়িয়ে-
আমি উঠছি।।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তোমার ঠোঁটের
স্বাদ যতবার আমি পেয়েছি,
ততবারই কেন যেন-
আমি কেঁপে কেঁপে উঠেছি।।
আকাঁবাকাঁ শিরাগুলো
পাশ কাটিয়ে আমি-
ধূসর সোনালি লোমকূপগুলো মাড়িয়ে-
আমি উঠছি
আমি উঠছি।।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তোমার চুলের
জলপ্রপাত আমি দেখেছি,
সেই জলধারাপাতে-
আমি ভিজে ভিজে উঠেছি
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তোমার চোখের-
চিরহরিত আমি দেখেছি,
সেই গহীন বন্যতা
আমি পায়ে হেঁটে এসেছি।।
utchi
শিল্পীঃ জ়েমস
অ্যালবাম: কাল যমুনা
No comments: