utchi (James) - বন্ধু আমার চোখের দিকে
বন্ধু আমার চোখের দিকে
তাকিয়ে যদি বলতে পারিস
তুই আমাকে ভালবাসিস না
যদি বলতে পারিস ভালবাসা
শুধুই আমার স্বপ্নে গাঁথা
আমি ভুলে যাব দুঃখটা ৷
বন্ধু আমার চোখের দিকে
তাকিয়ে যদি বলতে পারিস
তুই আমাকে ভালবাসিস না
যদি বলতে পারিস ভালবাসা
শুধুই আমার স্বপ্নে গাঁথা
আমি ভুলে যাব দুঃখটা ৷
আমার সুখের আকাশে
ডানা কে গুলো মেলে উড়বি যখন
তখনি গেঁথে দিয়েছিস
লাল নীল স্বপ্নগুলোকে এই বুকে
আমার ভালবাসায় খাঁদ ছিল না
মনেরও অভাব ছিল না রে
আমার ভালবাসার বাতাসে
তুই ভেসেছিলি
যদি বুঝতি রে
বন্ধু আমার চোখের দিকে
তাকিয়ে যদি বলতে পারিস
তুই আমাকে ভালবাসিস না
যদি বলতে পারিস ভালবাসা
শুধুই আমার স্বপ্নে গাঁথা
আমি ভুলে যাব দুঃখটা ৷
এই দুঃখটাকে বোঝার আগেই
দূরে যখন চলে গেলি
মনটা কেন ছেড়ে দিলি না
অনেক খেলাই খেলে গেছিস
নিজের কাছেই হেরে গেছিস
কোথায় তোর আজ খেলার সাথিরা
এই দুঃখটাকে বোঝার আগেই
দূরে যখন চলে গেলি
মনটা কেন ছেড়ে দিলি না
অনেক খেলাই খেলে গেছিস
নিজের কাছেই হেরে গেছিস
কোথায় তোর আজ খেলার সাথিরা
আমার সুখের আকাশে
ডানা কে গুলো মেলে উড়বি যখন
তখনি গেঁথে দিয়েছিস
লাল নীল স্বপ্নগুলোকে এই বুকে
আমার ভালবাসায় খাঁদ ছিল না
মনেরও অভাব ছিল না রে
আমার ভালবাসার বাতাসে
তুই ভেসেছিলি
যদি বুঝতি রে
আমার সুখের আকাশে
ডানা কে গুলো মেলে উড়বি যখন
তখনি গেঁথে দিয়েছিস
লাল নীল স্বপ্নগুলোকে এই বুকে
আমার ভালবাসায় খাঁদ ছিল না
মনেরও অভাব ছিল না রে
আমার ভালবাসার বাতাসে
তুই ভেসেছিলি
যদি বুঝতি রে
বন্ধু আমার চোখের দিকে
তাকিয়ে যদি বলতে পারিস
তুই আমাকে ভালবাসিস না
যদি বলতে পারিস ভালবাসা
শুধুই আমার স্বপ্নে গাঁথা
আমি ভুলে যাব দুঃখটা ৷
বন্ধু আমার চোখের দিকে
তাকিয়ে যদি বলতে পারিস
তুই আমাকে ভালবাসিস না
যদি বলতে পারিস ভালবাসা
শুধুই আমার স্বপ্নে গাঁথা
আমি ভুলে যাব দুঃখটা ৷
utchi
শিল্পীঃ জ়েমস
অ্যালবাম: কাল যমুনা
No comments: