Ads Top

pulokito bilash (James) - পুলকিত বিলাস

তুই কি কখনো জানতিস
এতটা দুঃখ পাবি?
নিঃস্ব ভেবে আজ তুই
আঁধারের পথ মাড়াবি?
আলোকিত হতে চাস
বিকোশিত হতে চাস
এই পৃথিবীর আবরনে।
তুই কি কখনো জানতিস
এতটা দুঃখ পাবি?
নিঃস্ব ভেবে আজ তুই
আঁধারের পথ মাড়াবি?
আলোকিত হতে চাস
বিকোশিত হতে চাস
এই পৃথিবীর আবরনে।
আয় হাতকড়া বাঁধনে
বেধে দেই পুলকিত বিলাস
আয় হাতকড়া বাঁধনে
বেধে দেই পুলকিত বিলাস।
পার্শ্বচিত্র দেয়াল লিখন
সিনেমা ক্যানভাস, সচিত্র বিলবোর্ড।
মানহানি মনেকর জীবন বোধ
বাংলা ফিল্মে কালার পোষ্টারে।
পার্শ্বচিত্র দেয়াল লিখন
সিনেমা ক্যানভাস, সচিত্র বিলবোর্ড।
মানহানি মনেকর জীবন বোধ
বাংলা ফিল্মে কালার পোষ্টারে।
দেখবি কত রঙ্গের নেশা, হর হামেশা
শহরতলীর কানাচে যৌবন মেলামেশা।
তুই কি কখনো জানতিস
এতটা দুঃখ পাবি?
নিঃস্ব ভেবে আজ তুই
আঁধারের পথ মাড়াবি?
সঙ্গদোষের জীবন ডাকে পথের মোড়ে
নির্জন ল্যাম্পপোষ্ট,
ভুল করে মনে করো ডাকবে কেউ
হাত নাড়িয়ে, চোখে সানগ্লাস
সঙ্গদোষের জীবন ডাকে পথের মোড়ে
নির্জন ল্যাম্পপোষ্ট,
ভুল করে মনে করো ডাকবে কেউ
হাত নাড়িয়ে, চোখে সানগ্লাস।
রেললাইনের ঐ বস্তি ধরে এগোবি যখন
আলু থালু পথে নেমে গেছে
বায়বীয় নেশার রাজা।
তুই কি কখনো জানতিস
এতটা দুঃখ পাবি?
নিঃস্ব ভেবে আজ তুই
আঁধারের পথ মাড়াবি?
আলোকিত হতে চাস
বিকোশিত হতে চাস
এই পৃথিবীর আবরনে।
তুই কি কখনো জানতিস
এতটা দুঃখ পাবি?
নিঃস্ব ভেবে আজ তুই
আঁধারের পথ মাড়াবি?
আলোকিত হতে চাস
বিকোশিত হতে চাস
এই পৃথিবীর আবরনে।
আয় হাতকড়া বাঁধনে
বেধে দেই পুলকিত বিলাস
আয় হাতকড়া বাঁধনে
বেধে দেই পুলকিত বিলাস
আয় হাতকড়া বাঁধনে
বেধে দেই পুলকিত বিলাস

pulokito bilash (James) - পুলকিত বিলাস

pulokito bilash
শিল্পীঃ জ়েমস
অ্যালবাম: কাল যমুনা

No comments:

Powered by Blogger.