vaj khulo (James) - ভাঁজ খোলো
তোমার ভাঁজ খোলো
আনন্দ দেখাও
করি প্রেমের তর্জমা
যে বাক্য অন্তরে ধরি
নাই দাঁড়ি তার নাই কমা
তীর্থে তীর্থে বেড়াই ঘুরি
পন্থে পন্থে বেড়াই ঘুরি
মনকে ব্যাঁকাত্যাড়া করি
মনের মেঘ তো সরে না
তোমার ভাঁজ খোলো
আনন্দ দেখাও
করি প্রেমের তর্জমা
দাঁড় টেনেছি দাঁড়ির সঙ্গে
তীর ভেঙেছি তার ই রঙ্গে
কী বিভঙ্গ নারীর অঙ্গে
পুষ্পে মধু ধরে না
তোমার ভাঁজ খোলো
আনন্দ দেখাও
করি প্রেমের তর্জমা
বর্ষা দেখাও গ্রীষ্ম দেখাও
শীত বসন্ত শরত দেখাও
স্বরব্যঞ্জন বর্ণ শেখাও
ওম ছাড়া শীত মরে না
তোমার ভাঁজ খোলো
আনন্দ দেখাও
করি প্রেমের তর্জমা
যে বাক্য অন্তরে ধরি
নাই দাঁড়ি তার নাই কমা
vaj khulo
শিল্পীঃ জ়েমস
অ্যালবাম: কাল যমুনা
No comments: